Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেলাই মেশিন বিতরণ
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

বাফারষ্টেশন /জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

বছরে ১ বার (সেলাই মেশিন প্রাপ্তি থেকে বিতরণ পর্যন্ত প্রায় ২০ দিন)

 

 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

আগ্রহী নারীগণ নির্বাচিত প্রতিনিধি কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র মাননীয় মন্ত্রী বরারর দাখিল করেন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রাথমিক তালিকা তৈরি ও সভায় উপস্থাপন করেন। সভায় চূড়ান্তভাবে অনুমোদিত তালিকা অনুযায়ী মহিলাদের অবহিত করা হয় এবং সদর কার্যালয়, জেলা ও উপজেলা মহিলা  কার্যালয়/বাফার ষ্টেশন  হতে বিতরণ করা হয়।

সেবা প্রাপ্তির  শর্তাবলি

১. প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে

২. এতিম , দুঃস্থ, অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা অগ্রাধিকার প্রাপ্ত

৩. এক ব্যক্তিএকবার বরাদ্দ পাবে

৪. মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/প্রতিষ্ঠান অথবা সরকার           কর্তৃক অনুমোদিত সংস্থার সদস্য যারা সেলাই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে  তাদের সেলাই মেশিন প্রদান করা যাবে

৫. বরাদ্দ প্রাপ্তির ৬ মাসের মধ্যে মেশিন সংগ্রহ না করিলে তা বাতিল বলে গণ্য হবে

প্রয়োজনীয় কাগজপত্র

১. মাননীয় মন্ত্রী বরাবর লিখিত আবেদনপত্র

২. নির্বাচিত সংসদ সদস্য কর্তৃক সুপারিশ পত্র

৩. মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি অথবা সরকার কর্তৃক অনুমোদিত সংস্থার সুপারিশ

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

৩০০/- নন –জ্যুডিশিয়াল ষ্ট্যাম্প

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

মন্ত্রী/ সংসদ সদস্য

সংশ্লিষ্ট আইন কানুন/ বিধিমালা/ নীতিমালা

স্মারকনং-মশিবিম/ প্রশাসন-৩/সেলাইমেশিন-৩৫/২০০২–১১১৮ তারিখঃ১৮/৯/২০০৩

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

যোগাযোগ ব্যবস্থা, স্থান, দূরত্ব প্রভৃতি কারণে নির্দিষ্ট সময়ে মেশিন সংগ্রহ করতে সমস্যা হয়

 

) সরকারি পর্যায়

১) বরাদ্দ সীমিত থাকায় সকল প্রার্থীকে প্রদান করা সম্ভব হয় না

২) নির্ধারিত সময়ে মেশিন সংগ্রহ না করায় অনেক সময় বরাদ্দ বাতিল করতে হয়

বিবিধ/অন্যান্য

 

 

/